Wednesday, 16 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

ফেনী শহর ১০ নং ওয়ার্ডে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


প্রকাশিত: / বার পড়া হয়েছে


নিজস্ব প্রতিবেদক :

ফেনী শহর ১০ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে, মিশু খানের সার্বিক সহযোগিতায় ২৭ ডিসেম্বর (শুক্রবার) ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য, সাবেক ফেনী জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য, সাবেক ফেনী জেলা আমির এ কে এম শামসুদ্দিন, জামায়াত ইসলামি ফেনী জেলার বর্তমান সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম, আলহাজ্ব মনির উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া বলেন, হালাল খেলা ধুলা, শিশু কিশোরদের অনৈতিক কাজ হতে মুক্ত রাখে, শরীর চর্চা হয়, মাদক, কিশোর গ্যাং, বাজে আড্ডা হতে বিরত রাখে। তাই তিনি পাড়া মহল্লায় খেলা ধুলার আয়োজন করে উঠতি বয়সের কিশোর তরুন দের সম্পৃক্ত করে তাদের মেধা বিকাশে, এবং বাজে কাজ হতে দূরে রাখতে সংশ্লিষ্ট সকলকে আরো উদ্যোগী হওয়ার আহবান করেন।

সমাপনী বক্তব্যে উক্ত টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা কারী  মিশু খান, টুর্নামেন্টের আয়োজন সফল ভাবে সমাপ্ত করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ  এবং আমন্ত্রিত অতিথি দের অনুষ্ঠানে এসে মূল্যবান সময় দিয়ে উৎসাহ দেয়ার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা এই আয়োজনের মধ্যে দিয়ে চেষ্টা করছি কিশোর ও তরুন তুর্কীদের সঠিক পথে পরিচালিত করতে, তারা যেন খেলা ধূলার মধ্যে থেকে বাজে আড্ডা, কিশোর গ্যাং, মাদকাসক্ত হতে দূরে থাকে, তিনি কিশোর তরুন মিলে মাদক ও কিশোর গ্যাং মুক্ত সমাজ বিনির্মানে খেলা ধুলার আয়োজন সহ সব রকমের চেষ্টা অব্যাহত রাখবেন বলে প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

উল্লেখ্য উক্ত টুর্নামেন্টে মোট ১৬ দল অংশগ্রহণ করে, তার মধ্যে বেঙ্গল বি বনাম আরাফ এন্ড আয়ান ফাইনালে উঠে। নির্ধারিত ৩ ম্যাচের মধ্যে পর পর ২ ম্যাচ জিতে বেঙ্গল বি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত