Wednesday, 16 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

ইসকনের হামলায় নিহত এপিপি সাইফুল ইসলামের জানাজায় মানুষের ঢল


প্রকাশিত: / বার পড়া হয়েছে


কামাল উদ্দিনঃ

চিন্ময় কৃষ্ণ দাশের অনুসারীদের হামলায় নিহত চট্টগ্রাম আদালতের আইনজীবী ও এপিপি সাইফুল ইসলাম আলিফের জানাজায় মানুষের ঢল নেমেছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টা ও ১১টায় দুই দফা জানাজা অনুষ্ঠিত হয়।

সকালে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় আদালত ভবন চত্বরে। সকাল সোয়া ১১টায় দ্বিতীয় এবং সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হয় নগরীর দামপাড়া জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে।

জানাজায়, সমগ্র চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে লাখো মানুষ অংশ নেন। সকাল ১০টা থেকেই জানাজায় অংশ নিতে স্রোতের মতো মানুষ আসতে থাকে জমিয়তুল ফালাহ মসজিদ অভিমুখে। সকাল ১১টার আগেই জমিয়তুল ফালাহ ময়দান পরিপূর্ণ হয়ে যায় মানুষের ভিড়ে। 

জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, নগর জামাতের আমীর শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ছিলেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা। ২০১৮ সালে তিনি জেলা আইনজীবী সমিতির সদস্য হন এবং পরবর্তী সময়ে হাইকোর্টে আইনজীবী হিসেবে নিবন্ধিত হন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত