Wednesday, 16 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

আজারবাইজানের বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স ব্রাজিলে


প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ

আজারবাইজান এয়ারলাইন্সের (এজেডএএল) বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স দুটি উদ্ধার করে তথ্য উদ্ধারের জন্য ব্রাজিলে পাঠানো হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) কাজাখস্তানের পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার তদন্তে গঠিত কমিশনের সদস্যরা ব্ল্যাক বক্স দুটি ব্রাজিল নিয়ে গেছেন। সেখানকার ব্রাজিলিয়ান অ্যারোনটিক্যাল অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেনশন সেন্টারে (সেনিপা) তথ্য বিশ্লেষণ করা হবে।

গত বুধবার (২৫ ডিসেম্বর) আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের গ্রোজনি যাওয়ার পথে আকতাউ শহর থেকে ৩ কিলোমিটার দূরে এজেডএএল’র এমব্রেয়ার-১৯০ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। এতে ৬৭ জন আরোহীর মধ্যে ৩৮ জন নিহত এবং ২৯ জন আহত হন।

প্রাথমিকভাবে পাখির আঘাতে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও, পরে বিমানের লেজে বড় গর্ত দেখা যায়, যা ক্ষেপণাস্ত্র হামলার ইঙ্গিত দেয়। আজারবাইজানের কর্মকর্তারা পরে তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে জানান, রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতের কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের কাছে এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। এরপর আলিয়েভ রাশিয়ার কাছে এই ঘটনার দায় স্বীকার, দোষীদের শাস্তি এবং ক্ষতিপূরণ দাবি করেছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত