Wednesday, 16 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

দাগনভূঞা পৌরসভা ২নং ওয়ার্ড জামায়াতের কর্মী সমাবেশ’২৪ অনুষ্ঠিত


প্রকাশিত: / বার পড়া হয়েছে


নিজস্ব প্রতিবেদক :

গত ২১/১২/২৪ইং রোজঃ শনিবার সকাল ৯.৩০মিনিটে, দাগনভূঞা আইডিয়াল মাদরাসা হল রুমে কোরআন তেলাওয়াত এর মধ্যমে কর্মী সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

দাগনভুঞা পৌরসভার ২ নং ওয়ার্ড সভাপতি জনাব মন্জুর আলমের পরিচালনায়, সেক্রেটারী জনাব এয়াকুব (বিএসসি)র ব্যবস্থাপনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা শূরা সদস্য ও দাগনভূঞা উপজেলার সাবেক আমীর জনাব এ এস এম নুর নবী দুলাল,পৌরসভা আমীর জনাব মাঃ কামরুল আহসান,পৌরসভা সেক্রেটারী জনাব আবু সাঈদ মুঃ কামরুজ্জামান, সাবেক পৌরসভার প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর জনাব নজির আহমদ,পৌরসভা প্রচার ও মিডিয়া সম্পাদক জনাব মোঃ নুর নবী রুবেল, ২নং ওয়ার্ড এর সাবেক আমীর জনাব একরামুল হক সহ ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত