Wednesday, 16 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

দুদকের মামলায় গ্রেপ্তার পলক-জ্যোতি ও হেনরী


প্রকাশিত: / বার পড়া হয়েছে


ফাইল ফটো

ঢাকা প্রতিনিধিঃ

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি এবং সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ জান্নাত আরা হেনরীকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

গত ১ জানুয়ারি পৃথক তিনটি আবেদনে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে তদন্ত কর্মকর্তারা। 

বিধি মোতাবেক আসামিদের উপস্থিতিতে শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করা হয়। 

সোমবার (৬ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব শুনানি শেষে দুদকের করা আবেদন মঞ্জুর করেন। 

দুদকের প্রসিকিউশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। 

সূত্র জানায়, তাদের জামিন চেয়ে আবেদন করা হয়েছিল। বিচারক তা নামঞ্জুর করেছেন। শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত