Wednesday, 16 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

ফেনীতে একটি দেশীয় রিভলবার উদ্ধার করেছে যৌথবাহিনী


প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

নিজস্ব প্রতিনিধিঃ

ফেনীর পাঁচ গাছিয়ার মাথিয়ারা তুষার ব্রিকফিল্ডের সামনে পরিত্যক্ত অবস্থায় যৌথবাহিনীর অভিযানে একটি রিভেলবার উদ্ধার  করে। 

 মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনি জানতে পারে একটি রিভলবার পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এসময়  যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মেজর শাকিল,ফেনী মডেল থানার উপ পরিদর্শক মোতাহের হোসেন সহ সঙ্গীয় ফোর্স।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মর্ম সিংহ ত্রিপুরা অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, একটি দেশীয় আগ্নেয়া আস্ত্র রিভলবার উদ্ধার করে যৌথবাহিনি  থানা হেফাজতে  দিয়েছে।এই ব্যপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত