Wednesday, 16 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

সিলোনীয়া হাই স্কুলের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন মেজবাহ সাঈদ


প্রকাশিত: / বার পড়া হয়েছে


দাগনভূঞা প্রতিনিধি: 

দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিলোনীয়া হাই স্কুলের  এডহক কমিটির সভাপতি পদে  দায়িত্ব গ্রহণ করলেন নবনির্বাচিত সভাপতি ও দাগনভূঞা উন্নয়ন পরিষদের সভাপতি মেজবাহ উদ্দিন সাঈদ। 

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় অফিস কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্যরা ।

এর আগে দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রীতা চক্রবর্তী,দাগনভূঞা 
উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম আজহারুল ইসলাম,ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মাসুদ রানা, ফেনী রিপোটার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, স্থানীয় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গাজী সালেহ উদ্দিন, সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী,গ্রামীণ ব্যাংকের (অব:) এজিএম আবুল হোসেন।

 এসময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক এম সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইমুন হক রাজিব, দাগনভূহা পৌরসভার সাবেক প্যানেল মেয়র এম কামাল হোসেন,স্থানীয় 
ইউনিয়ন জামায়াতে ইসলামীর  আমীর মাওলানা সাইফুল ইসলাম, সেক্রেটারি ফখরুল ইসলাম মামুন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন সহ উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল ও মাদরাসার প্রধান শিক্ষকবৃন্দ।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত