Wednesday, 16 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

উপদেষ্টা সদস্যদের মধ্যে ভূত রয়েছে : জামায়াতের নায়েবে আমির


প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের অন্তর্বর্তী সরকারের ভেতরে ভূত রয়েছে বলে মন্তব্য করে বলেছেন, সরকারের উচিত এই ভূত তাড়ানো। তা না হলে জনগণই তাদের তাড়াবে।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

ডা. তাহের বলেন, "যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে ৫ আগস্টের ঘটনা ঘটেছিল, তা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে। আমরা এ ধরনের পরিবর্তন চাই না। জনগণের আকাঙ্ক্ষার সাথে সরকারের সিদ্ধান্ত অমিল হলে সেটি মেনে নেওয়া যাবে না।"  অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, উপদেষ্টা সদস্যদের মধ্যে ভূত রয়েছে, এ ভূত তাড়ান। তা না হলে জনগণ তাড়াবে।

তিনি আরও বলেন, "রমজান মাস আসন্ন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধে সরকারের দ্রুত পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণে আনতে হবে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ হয়।"  

কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটওয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।  

সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. কলিম উল্লাহ এবং সঞ্চালনায় ছি লেন পৌর জামায়াতের আমির মাওলানা আবুল হাসানাত পাটওয়ারী।  

Share

আরো খবর


সর্বাধিক পঠিত