Wednesday, 16 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

অপহরণের ৯ ঘণ্টা পর মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেলেন চিকিৎসক


প্রকাশিত: / বার পড়া হয়েছে


ফাইল ফটো

 

 গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে চিকিৎসা দিতে এসে ফেরার পথে অপহরণের শিকার হওয়া ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক আমিনুর রহমান (৪০) ৯ ঘণ্টা পর মুক্তিপণের বিনিময়ে আহত অবস্থায় মুক্তি পেয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার কাছে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তাকে মারধর করে পরিবারের কাছে ফোন করিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরিবার সূত্রে জানা গেছে, রাতে কয়েক দফায় অপহরণকারীদের ১ লাখ ৩০ হাজার টাকা পাঠানো হয়। মুক্তিপণের টাকা নেওয়ার পর রোববার ভোর ৪টার দিকে গাজীপুরের হোতাপাড়া ও রাজেন্দ্রপুরের মাঝামাঝি একটি স্থানে আহত অবস্থায় তাকে ছেড়ে দেওয়া হয়।

চিকিৎসকের চাচাতো ভাই সৈয়দ মোয়াজ্জেম হোসেন মিল্টন জানান, অপহরণকারীরা আমিনুর রহমানের কাছ থেকে দুটি স্মার্টফোন, একটি ল্যাপটপ ও ক্রেডিট কার্ড ছিনিয়ে নিয়েছে। এ ছাড়া মুক্তিপণের টাকা পরিশোধের জন্য বারবার পরিবারের ওপর চাপ সৃষ্টি করছিল তারা।

চিকিৎসকের স্ত্রী মোসা. লুনা বলেন, ‘অপহরণকারীরা আমার স্বামীকে মারধর করছিল। ফোনে কান্নার আওয়াজ শুনিয়ে আমাদের কাছ থেকে মুক্তিপণের টাকা দাবি করছিল। তাদের অত্যাচারের পরিমাণ এতটাই ছিল যে আমরা বাধ্য হয়ে টাকা পাঠিয়েছি।’

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘অপহরণের ঘটনার পরপরই আমরা অভিযান শুরু করি। শেষ পর্যন্ত চিকিৎসককে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি এখন পরিবারের কাছে নিরাপদে রয়েছেন।’

চিকিৎসক আমিনুর রহমান টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কচুটি গ্রামের বাসিন্দা। শনিবার দুপুরে শ্রীপুরের একটি ক্লিনিকে চিকিৎসা দিয়ে ফেরার সময় এ ঘটনায় তিনি শিকার হন।

এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত