Wednesday, 16 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

বৃহত্তর কুমিল্লা সমিতি,ঢাকা এর  সাধারণ সভা ও নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়


প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধিঃ

বৃহত্তর কুমিল্লা সমিতি,ঢাকা এর সাধারণ সভা ও নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়।

শনিবার (১১,০১,২৫) বিকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইন্জিনিয়ার্স ইনিস্টিউটে অনুষ্ঠিত সম্মেলনে আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হন পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড.নেয়ামত উল্লাহ ভূঁইয়া। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিন।

সংগঠনের আহবায়ক আব্দুল করিম সরকারের সভাপতিত্বে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় সম্মেলনে।

কুমিল্লা,ব্রাহ্মণবাড়িয়া,ও চাঁদপুর এই তিন জেলা নিয়ে বৃহত্তর কুমিল্লা সমিতি ১৯৬০ সালে গঠিত হয়।এই সমিতির মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,দরিদ্র ছেলে-মেয়েদের বিবাহ সহায়তা এবং সাধারণ মানুষের চিকিৎসা সহয়তা এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

উক্ত অনুষ্ঠানে বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকার সকল সদস্য, ব্যাবসায়ী, রাজনীতিবীদ,সাংবাদিক,শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও পেশাজীবী,বৃহত্তর কুমিল্লা কৃতিসন্তান গণ উপস্থিত ছিলেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত