Wednesday, 16 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

হাসিনা ভারত থেকে মন্দিরে হামলার চক্রান্ত করছে : ফারুকী

অনলাইন ডেস্কঃ

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

হাসিনা ভারত থেকে মন্দিরে হামলার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মযূরপঙ্খী লোকজ মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

ফারুকী বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে লুকিয়ে ষড়যন্ত্র করছে। মন্দিরে হামলার যে চক্রান্ত তিনি করছেন, সে চক্রান্ত সফল হয়নি আপনারা সবাই মিলে পাহারা দেওয়ার কারণে। এ চক্রান্ত এখনো চালাচ্ছে।’ 

তিনি বলেন, ‘বাংলাদেশের আনাচে কানাচে যে বাউলশিল্পীরা রয়েছেন, তাদের অবস্থান নিয়ে এক ধরনের প্রতারণা করার জন্য পিছনে ফাঁদ পেতে বসে আছে। আপনারা সজাগ থাকবেন। আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইবোনদের ওপর হামলার জন্য কাল্পনিক দৃশ্য আঁকছে আমাদের পাশের দেশ ইন্ডিয়া।’

সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘জুলাই মাসে যে ঘটনা ঘটেছে, এটা কিন্তু একদিন বা দুইদিনের ঘটনা নয়, ১৬ বছরের ক্ষোভ এবং তার আগের ক্ষোভ। বাঙালি জাতীয়তাবাদকে আমাদের সামনে এমনভাবে হাজির করা হয়েছে, যেটা দিয়ে আমরা জাতিটাকে দুই ভাগ করে ফেলেছি।’

ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মফিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, ঢাকা রিজিয়নের ট্যুর িস্ট পুলিশ সুপার মো. নাইমুল হক প্রমুখ।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত