Wednesday, 16 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

ঢাবির গাছে ঝুলন্ত লাশ, পুলিশ বলছে ‘মানসিক সমস্যা'

অনলাইন ডেস্কঃ

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের সামনের একটি গাছ থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৯টার দিকে শাহবাগ থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান জানান, স্থানীয়রা ওই ব্যক্তিকে ভবঘুরে বলে শনাক্ত করেছেন।

তিনি বলেন, লোকটি ওই এলাকার ফুটপাতে থাকতেন এবং তার মানসিক স্বাস্থ্য সমস্যা ছিল বলে জানা গেছে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, মঙ্গলবার রাতে তিনি গাছে উঠে আত্মহত্যা করেন। তবে এ বিষয়ে আরও তদন্ত চলছে।

আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত