Wednesday, 16 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

অন্তবর্তী সরকারের মাধ্যমে দ্রুত নিরপেক্ষ নির্বাচন হবে

অনলাইন ডেস্কঃ

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হয়েছে, তার ধারাবাহিকতায় অন্তবর্তীকালীন সরকার গঠন হয়েছে। এ অন্তবর্তীকালীন সরকারের মাধ্যমে যত দ্রুত সম্ভব একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করবেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) কেরানীগঞ্জের চড়াইল নুরুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ ১৬ বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে। এ ফ্যাসিস্ট সরকার অনেককে খুন করেছে। অনেককে শহীদ করেছে। অনেকে মৃত্যুবরণ করেছে। এ আন্দোলন করতে গিয়ে ইলিয়াস আলী, চৌধুরী আলম ও সুমন গুম হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ছাত্র-জনতার সমন্বয়ে জুলাই-আগস্টের বিপ্লব ও গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে।

বিএনপির এ নেতা বলেন, যেমনি করে ভাষা আন্দোলনে ১৯৫২ সালে সালাম, বরকত রক্ত দিয়ে মায়ের ভাষা প্রতিষ্ঠা করেছিল। ১৯৬২ সালে ওয়াজিউল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে শিক্ষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। আসাদের রক্তের বিনিময়ে ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান হয়েছিল। ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল। 

তিনি আরও বলেন, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম স্বাধীনতা। পরবর্তীতে ১৯৯০ সালে শহীদ নূর হোসেন, ডাক্তার মিলন ও জেহাদ সহ তারা শহীদ হয়ে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়েছেন। সর্বশেষ গত ১৬ বছরের আন্দোলনের পরিসমাপ্তি ঘটেছে হাজার হাজার ছাত্র-জনতার শহীদের মাধ্যমে। 

আমান উল্লাহ বলেন, জুলাই বিপ্লব আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতা প্রাণ দিয়েছেন। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করি। তাদের উদ্দেশ্য ছিল, তাদের লক্ষ্য ছিল, মানুষের ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশকে একটি শান্তিপ্রিয় দেশ হিসেবে গড়ে তোলার জন্য। তাদের উদ্দেশ্য ছিল, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য।

এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, এলাকায় যেন কেউ মদ, গাঁজা, ফেনসিডিলসহ মাদকদ্রব্য বহন ও বিক্রি করতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এলাকায় যাতে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ, রাহাজানি, জমি দখল না করতে পারে সেদিকে এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চড়াইল নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামসুল হক লিটন। অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, যুবদলের সভাপতি আসাদুজ্জামান রিপন প্রমুখ। 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত