Wednesday, 16 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

শেখ হাসিনা এখন ভারতের বোঝা, যা বললেন কংগ্রেস নেতা

অনলাইন ডেস্কঃ

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

 

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং শেখ হাসিনার কিছু মন্তব্য নিয়ে ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর মন্তব্য করেছেন, যা তিনি ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে (এফসিসি) একটি বই প্রকাশনা অনুষ্ঠানে তুলে ধরেন। থারুর বলেন, শেখ হাসিনার সাম্প্রতিক কিছু বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবে তিনি জোর দিয়ে জানান, যেই সরকারই ক্ষমতায় থাকুক না কেন, ভারতের সবসময় বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা উচিত।

শশী থারুর বলেন, "কোনো দেশের সরকার নির্ধারণ করা সম্ভব নয়। বরং আপনাকে তাদের সঙ্গে কাজ করতে শিখতে হবে।" তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে শত্রুতাপূর্ণ বলা যাবে না, তবে তাদের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

তিনি ভারতের পররাষ্ট্রনীতির দুটি প্রধান নীতির কথা উল্লেখ করেন। প্রথমত, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। দ্বিতীয়ত, বাংলাদেশের জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া এবং কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সম্প্রদায়ের পক্ষে অবস্থান না নেওয়া।

থারুর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, "বাংলাদেশ ভারতের একেবারে পাশের দেশ। সেখানে যা ঘটছে, তার সুদূরপ্রসারী প্রভাব ভারতের ওপর পড়তে পারে।" তিনি আরও বলেন, বাংলাদেশ ভারতের জন্য একটি দুর্বল জায়গা হতে পারে, যেখানে শত্রুতাপূর্ণ সরকার ক্ষমতায় এলে পরিস্থিতি জটিল হতে পারে।

ঢাকা-ইসলামাবাদের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে থারুর বলেন, "যদি বাংলাদেশে বড় ধরনের কোনো অস্থিরতা দেখা দেয়, তাহলে তা ভারতের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এটি এমন একট ি এলাকা যেখানে আমাদের নিয়ন্ত্রণের বাইরে বহিরাগত শক্তি ক্ষতি করার সুযোগ নিতে পারে।"

শেখ হাসিনার বর্তমান অবস্থান প্রসঙ্গে থারুর বলেন, গত বছরের ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয় এবং বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। শেখ হাসিনা গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান এবং এখনও সেখানে অবস্থান করছেন।

থারুর আরও বলেন, "ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।" বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতের সতর্কতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "আমাদের প্রতিটি স্তরে এই বার্তা দেওয়া উচিত যে, আমাদের প্রতিশ্রুতি বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি।"

Share

আরো খবর


সর্বাধিক পঠিত