প্রকাশিত: / বার পড়া হয়েছে
শেখ হাসিনার সরকার দেশের সর্বক্ষেত্রে আইয়্যামে জাহিলিয়্যাতকে প্রতিষ্ঠা করে গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১২ ফেব্রুয়ারি) আয়নাঘর খ্যাত গোপন বন্দীশালা ও টর্চার সেল (নির্যাতনকেন্দ্র) পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, কোনো ধরনের ব্যাখ্যা কিংবা কারণ দর্শানো ছাড়া মানুষজনকে রাস্তা থেকে ধরে এনে আয়নাঘরে রাখা হত। এই আয়নাঘরের অবস্থা কী বীভৎস্য, কী ভয়াবহ তা বলার অপেক্ষা রাখে না। গত সরকার দেশের সর্বক্ষেত্রে যে আইয়্যামে জাহিলিয়্যাতকে প্রতিষ্ঠা করে গেছে,এটা তার একটা নমুনা।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিজ্ঞাপন