Wednesday, 16 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

‘পূর্ণাঙ্গ সংস্কার’ ছাড়া নির্বাচন নয় : জামায়াত

অনলাইন ডেস্কঃ

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়- বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে এ কথা জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা আগে স্থানীয় নির্বাচন চাই। তারপর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে অবশ্যই সংস্কার করা প্রয়োজন। সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। নো ইলেকশন উইদাউট রিফরম।

এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে জামায়াত তাদের ২৩ দফা দাবি উপস্থাপন করে। এর মধ্যে অন্যতম হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু করা এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে রাষ্ট্রের সংশ্লিষ্ট বিভাগগুলোর সংস্কার জরুরি। সব প্রতিষ্ঠান সংস্কার করা সম্ভব না হলেও নির্বাচন পরিচালনার সঙ্গে জড়িত সংস্থাগুলোর সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজন সম্ভব।’

তিনি আরও বলেন, অন্তত নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর সংস্কার করতে হবে। এ ছাড়া প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতেও ব্যবস্থা নেওয়া দরকার।

সারাদেশে ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জানিয়ে দলটি র সেক্রেটারি জেনারেল বলেন, আমরা প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করেছি। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে মতবিনিময় হয়েছে। কমিশনের সক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়েও আলোচনা হয়েছে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত