Wednesday, 16 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

শরীয়তপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী শরীয়তপুর জেলা কমান্ডান্টের কার্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল নোমানের সভাপতিত্বে এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার মো.জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জের উপ-পরিচালক মো. আশরাফুল আলম।

বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, আনসার ব্যাটালিয়ন ২৫ মাদারীপুরের পরিচালক মো. আইয়ুব আলী। সমাবেশে জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৬ উপজেলা থেকে ৩০০ আনসার ও ভিডিপি সদস্য সমাবেশে উপস্থিত ছিলেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত