প্রকাশিত: / বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলার ৩ নং কালিকাপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের উদ্যোগে মাহে রমজান উপলক্ষ্যে সুবিধা বঞ্চিতদের মাঝে ছুপুয়া ছফরিয়া মাদ্রাসার মিলনায়তনে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার প্রথম রমজানে দুপুর ৩ টায় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সভাপতি মাস্টার জহির উদ্দিন ত্বোহা'র সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারি এ জে কামরুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলার দক্ষিন সহ সেক্রেটারি ও চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউনিয়ন সহ সেক্রেটারি শরীফ বিন করিম, প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন । উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড সভাপতি আব্দুল জলিল, ২নং ওয়ার্ড সভাপতি ইসমাইল হোসেন ও ৬নং ওয়ার্ড যুব বিভাগ সেক্রেটারি আক্তার উদ্দীন শাহীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে ওয়ার্ডের ১২০ জন সুবিধা বঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন অতিথিরা।