Wednesday, 16 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

কাজী ফটিকের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দাগনভূঞা (ফেনী) তে, মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- ফাহিম

ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দাগনভূঞা পৌরসভায় মশাল মিছিল অনুষ্ঠিত। 

০৫/০৩/২৫, (বুধবার) সন্ধ্যা ৭:৩০ টায় পপুলার হসপিটাল এর সামনে থেকে মিছিল টি শুরু হয়ে ফাজিলেরঘাট রোড- দাসপাড়া রোড হয়ে দাগনভূঞা জিরোপয়েন্ট পদক্ষিন করে আবার পুপুলার হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।

এতে দাগনভূঞা উপজেলা  ছাত্রদল ও যুবদল  একাংশের নেতা কর্মিরা মিলিত হয়ে ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

উক্ত মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশে, ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রদল সভাপতি ফারজেল, ফখরুল ইসলাম রানা থানা যুগ্ন আহবায়ক ছাত্রদল, নুরুল করিম রুবেল থানা যুগ্ন আহবায়ক,  রুহুল কবির পৌরসভা যুগ্ন আহবায়ক ছাত্রদল, মোহাম্মদ লিটন যুগ্ন আহবায়ক পৌরসভা, ফয়সাল পৌরসভার যুগ্ন সম্পাদক যুবদল, আতিকুল্লাহ চৌধুরী ৬ নং সদর  ইউনিয়ন সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ আল মামুন যুবদল নেতা ও আফসার সহ অঙ্গ ও সহযোগি সংঘটনের প্রায় ৮০০/ ১০০০ নেতা কর্মি উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য গত কাল ৪/৩/২৫ ( মঙ্গলবার) ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক কে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিস্কারাদেশ প্রদান করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। 

বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আগামী কাল বেলা ১১ টায় সংবাদ সম্মেলন ও দুপুরে বিক্ষোভ কর্মসূচি হওয়ার কথা রয়েছে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত