প্রকাশিত: / বার পড়া হয়েছে
আমি নারী বলে আমায় ‘অভিশপ্ত’ মনে করেছো
আমি নারী বলে জন্মের পর আমায় ডাস্টবিনে ফেলে আসতে চেয়েছো…
আমি নারী বলে আমায় ‘আপদ’ ভেবেছো
আমি নারী বলে আমায় সারা জীবন ‘বোঝা’ মনে করেছো…
আমি নারী বলে আমার বিবেক বুদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছো
আমি নারী বলে আমায় সর্বদা অবুঝ অকর্মা জ্ঞানহীন হিসেবে আখ্যা দিয়েছো…
আমি নারী বলে আমায় কত অবহেলা করেছো
আমি নারী বলে আমার অগ্রগতিতে বাঁধা হয়ে দাঁড়িয়েছো…
আমি নারী বলে আমার হাসি ‘আড় চোখে’ দেখেছো
আমি নারী বলে আমার উন্নতি হিংসা করেছো…
আমি নারী বলে আমার পায়ে পরাধীনতার শিকল পরাতে চেয়েছো
আমি নারী বলে আমায় সমাজে হেয় করে রেখেছো…
আমি নারী বলে আমায় কত ভৎসনা করেছো
আমি নারী বলে আমার উপর কত নির্যাতন চালিয়েছো…
আমি নারী বলে আমায় ‘অবলা’ ভেবেছো
আমি নারী বলে আমায় রক্ষা করার নামে আবদ্ধ করে রেখেছো…
আমি নারী বলে আমার দ্বারা নিজের স্বার্থ উদ্ধার করতে চেয়েছো…
আমি নারী বলে আমার উপর জোড় খাটিয়ে নিজের কাম-বাসনা পূরণ করেছো…
তবু, আমি হাসি এই ভেবে-
আমার মত কোন নারী তোমায় জন্ম দিয়েছে!
নিজের নাড়ী ছিড়ে তোমায় পৃথিবীর মুখ দেখিয়েছে…
হৃদয়ের অসীম ভালবাসা
দিয়ে তোমায় ভালবেসেছে
তোমার সকল বিপদ নিজে মাথা পেতে নিয়েছে…
সাগরের গভীরতার মত তোমায় নিঃস্বার্থ ভাবে আগলে রেখেছে
আকাশের বিশালতার মত ছায়া হয়ে তোমায় বড় করেছে…
তোমায় রক্ষার্থে সে বাঘিনী হয়েছে
আবার, তোমাকে জড়িয়ে ধরে মোমের পুতুল সেজেছে…
তাই, আমি তৃপ্ত, আমি খুশি
কারণ আমি ‘নারী’ আমি সকল কিছু হাসি মুখে মেনে নিয়ে নিজেকে আলোকিত করতে পারি…
————-xxxxxxxxx————-
আমি নারী দিবস চাই না, আমি কোন পুরুষ দিবস চাই না। আমি বিশ্বাস করি ‘মানুষ দিবসে’। কারণ যদিও আমি একজন নারী কিন্তু তার আগে আমার বড় পরিচয় আমি একজন মানুষ। আমি চাই জীবনের প্রতিটি দিন হোক মানুষের কল্যাণে মানুষের জন্য।
কিন্তু এও সত্য পৃথিবী তে এখনো একটি বৃহৎ অংশ নারী আছে যারা রাষ্ট্র সমাজ ও পরিবারে অবহেলিত। আমার এই লেখাটি আমি আমাদের দেশের যে সকল নারী এখনো সুবিধাবঞ্চিত, অন্যায় অত্যাচারের স্বীকার এবং নিজ পরিবার কিংবা সমাজে অবহেলিত, আমার সেই বোনদের কে উৎসর্গ করছি।
#ব্যারিস্টার_ফারাহ_খান