প্রকাশিত: / বার পড়া হয়েছে
দাগনভূঞা কম্পিউটার সমিতির নির্বাচনে নুরুল হুদা বিদ্যুৎ (প্রভাতী কম্পিউটার) সভাপতি, মোহাম্মদ ওমর ফারুক (মডার্ণ আইটি সেন্টার) সাধারন সম্পাদক ও মোহাম্মদ সাইদুর রহমান (সাইদ টেলিকম এন্ড কম্পিউটার) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ভোটে নির্বাচিত হন। কমিটির অন্যসব পদের প্রার্থীরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
শনিবার (১৫,০৩,২৫) বিকালে স্থানীয় একটি রেষ্টুরেন্টে ইফতার ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৈনিক কালবেলা দাগনভূঞা প্রতিনিধি ফেরদৌস মাহমুদ হিরন, কমিশনের সদস্য সুমন ও রনি সাহা।
কমিটির অপরাপর সদস্যরা হলেন, সিনিঃ সহ-সভাপতি ফখরুল ইসলাম (কম্পিউটার সিটি) ও সহ-সভাপতি আনছার আলী (ডিজিটাল ড্রিম কম্পিউটার), সহ-সাধারন সম্পাদক রনি সাহা (রনি ডটকম), প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন পাটোয়ারী (আলিফ মাল্টিমিডিয়া), কার্যনির্বাহী সদস্য মজিবুল হক (মধুমিতা কম্পিউটার) ও হুমায়ুন কবির বাবলু (কম্পিউটার গ্যালারী), উপদেষ্টা মন্ডলীর সদস্য নুরুল আবছার (ফেমাস কম্পিউটার), ফেরদৌস মাহমুদ হিরন (স্মার্ট কম্পিউটার), আবদুল ওয়াদুদ (সৈকত তুসমী এন্ড কম্পিউটার), বিমল (স্টুডেন্ট লাইব্রেরী) ও সুমন (ফোকাস কম্পিউটার)
এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা বিএনপির সেক্রেটারী কামরুল ইসলাম, দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি এমাম হোসেন, দাগনভূঞা বাজার কল্যান সমিতি সেক্রেটারী, দাগনভূঞা পৌর যুব দলের আহবায়ক ইমাম হোসেন ভিপি ও বিআরডিবি দাগনভূঞা শাখার সহ-সভাপতি আবদুর রহিম প্রমুখ।