Wednesday, 16 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

চির নিদ্রায় জনপ্রিয় অভিনেতা প্রবীর মিত্র


প্রকাশিত: / বার পড়া হয়েছে


ফাইল ফটো

বিনোদন ডেস্কঃ

কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্রের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশের শোবিজ অঙ্গনে। রোববার (৫ জানুয়ারি) রাত সোয়া ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে মৃত্যুর পর তার জানাজা ও দাফন নিয়ে আলোচনা শুরু হয়, যা নিয়ে পরিবারের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।  

অভিনেতা প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার ছেলে মিঠুন মিত্র জানিয়েছেন, তার জানাজা ও দাফন ইসলামি নিয়ম অনুযায়ী সম্পন্ন হবে। প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয়েছিল হাসান ইমাম। তবে তিনি প্রবীর মিত্র নামেই পরিচিতি লাভ করেন এবং আমৃত্যু এই নামেই জনপ্রিয় ছিলেন ।  

এক সাক্ষাৎকারে প্রবীর মিত্র নিজেই জানিয়েছিলেন, তিনি কনভার্ট হয়ে তার স্ত্রীকে বিয়ে করেছিলেন। তিনি বলেন,‘তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া, এখনও সে ধর্মেই আছি।’  

 রোববার রাতে তার গোসল শেষে মরদেহ ফ্রিজার গাড়িতে ধানমন্ডির বাসায় রাখা হয়। আজ বাদ যোহর এফডিসিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে চ্যানেল আই কার্যালয়ে, সেখানে দ্বিতীয় জানাজা হবে। সবশেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।  

প্রবীর মিত্র দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। অক্সিজেন স্বল্পতাসহ নানা অসুস্থতায় গত ২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। টানা ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার অবনতি ঘটে এবং তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত