Wednesday, 16 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

আছিয়ার ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সোহাগ সরদার (শরীয়তপুর)

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

আছিয়ার ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে শরীয়তপুর জেলা মহিলা দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার  (১৮ মার্চ) সকালে শরীয়তপুর মুক্তিযোদ্ধা অফিসের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। 

শরীয়তপুর জেলা মহিলা দলের সভাপতি আল আসমা উল হুসনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা কৃষক দলের সভাপতি হাজী বিএম হারুন অর রশীদ। 

এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা মহিলা দলের সহ-সভাপতি নুর জাহান বেগম, সখিপুর থানার আহবায়ক মুন্নী হাবিবা, নড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক  মমতাজ বেগম, নড়িয়া পৌরসভার আহবায়ক শাহানাজ আক্তার, শরীয়তপুর সদর উপজেলার নেত্রী সালমা আক্তার সহ জেলা, উপজেলা ও পৌরসভা মহিলা দলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, আমরা আছিয়ার ধর্ষণকারীদের দ্রুত ফাঁসি চাই। এসব নরপশুদের জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। এছাড়াও আমরা নারী, শিশু ও জনগণের নিরাপত্তা চাই। এজন্য যাযা করা দরকার বর্তমান সরকারকে তাই করতে হবে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত