Wednesday, 16 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী প্রযুুক্তি উদ্ভাবন

অনলাইন ডেস্কঃ

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

দ্য কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএআইএসটি) গত ২০ ডিসেম্বর ঘোষণা করেছে, বায়ো অ্যান্ড ব্রেইন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক কোয়াং-হিউন চো-এর নেতৃত্বে গবেষণা দল একটি যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবন করেছে। এই প্রযুক্তি ক্যানসার কোষগুলোকে ধ্বংস না করে তাদের পরিবর্তন করে কোলন কোষগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে। ফলে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া থেকে বাঁচা যাবে।

বিভিন্ন ধরনের ক্যানসার চিকিৎসা প্রযুক্তির উন্নতি হয়েছে। তবে এখনও প্রায় সব ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে মূলত ক্যানসার আক্রান্ত কোষগুলো ধ্বংস করা হয়। তবে এই পদ্ধতির কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন-ক্যানসার কোষগুলো প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারে এবং এই প্রক্রিয়ায় স্বাভাবিক সুস্থ কোষও ধ্বংস হতে পারে।

দ্য কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএআইএসটি) গত ২০ ডিসেম্বর ঘোষণা করেছে, বায়ো অ্যান্ড ব্রেইন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক কোয়াং-হিউন চো-এর নেতৃত্বে একটি গবেষণা দল একটি যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবন করেছে। এই প্রযুক্তি ক্যানসার কোষগুলোকে ধ্বংস না করে তাদের পরিবর্তন করে কোলন কোষগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে। ফলে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া থেকে বাঁচা যাবে।

আমরা জানি, মানুষের শরীর অসংখ্য ছোট ছোট কোষ দিয়ে তৈরি। এসব কোষ নির্দিষ্ট সময় পরপর মারা যায় এবং পুরোনো কোষের জায়গায় স্থান করে নেয় নতুন কোষ। কোষগুলো নিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়ে নতুন কোষের জন্ম দেয়। কিন্তু ক্যানসারের ক্ষেত্রে এই কোষের বিভাজন চলে অনিয়ন্ত্রিতভাবে।

গবেষক দলটি লক্ষ করেছে, অনকোজেনেসিস বা ক্যানস ার হওয়ার প্রক্রিয়ায় স্বাভাবিক কোষগুলো তাদের স্বাভাবিক পরিবর্তনের ধারা থেকে পিছিয়ে যায়। অর্থাৎ এই কোষগুলো স্বাভাবিক পরিবর্তনের ধারা না মেনে অনিয়ন্ত্রিত আচরণ করতে শুরু করে, যা ক্যানসারের সূচনা করে। এই ধারণা থেকে তারা একটি ‘ডিজিটাল টুইন’ তৈরি করেছেন, যা স্বাভাবিক কোষের বিভাজনের ধারার সঙ্গে সম্পর্কিত জেনেটিক নেটওয়ার্কের ডিজিটাল কপি বা ‘ডিজিটাল টুইন’ তৈরি করে।

এটি একটি ভার্চুয়াল মডেল বা সিমুলেশন। এটি মূলত কোষের পরিবর্তন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য একটি ডিজিটাল মডেল তৈরি করা। এরপর সিমুলেশন বিশ্লেষণের মাধ্যমে গবেষকরা ধাপে ধাপে সেই গুরুত্বপূর্ণ মলিকুলার সুইচগুলো শনাক্ত করেছেন, যেগুলো স্বাভাবিক কোষের পরিবর্তন ঘটায়। এই মলিকুলার সুইচগুলো শনাক্ত করে তারা ক্যানসার কোষগুলোকে স্বাভাবিক কোষে পরিণত করার উপায় খুঁজতে থাকেন। এরপর এই মলিকুলার সুইচগুলো কোলোন ক্যানসারের কোষগুলোতে প্রয়োগ করে তারা ক্যানসার কোষগুলো স্বাভাবিকের মতো অবস্থায় ফিরে যেতে দেখেন।

মলিকুলার এবং সেলুলার পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রাণী নিয়ে করা গবেষণায় এই পরীক্ষার ফলাফল নিশ্চিত হওয়া গেছে। এই গবেষণায় দেখা যায় যে, ক্যানসার কোষের জেনেটিক নেটওয়ার্কের ডিজিটাল টুইন বিশ্লেষণের মাধ্যমে ধাপে ধাপে ক্যানসার কোষ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যেতে পারে। গবেষণার ফলাফল ক্যানসার চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। বিভিন্ন ধরনের ক্যানসার চিকিৎসায় এই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে।

প্রফেসর কুয়াং-হিউন চো বলেছেন, ‘ক্যানসার কোষকে আবার স্বাভাবিক কোষে পরিণত করা একটি চমকপ্রদ ঘটনা। এই গবেষণা প্রমাণ করে যে, ক্যানসার কোষকে ধাপে ধাপে স্বাভাবিক কোষে পরিণত করা সম্ভব।’

Share

আরো খবর


সর্বাধিক পঠিত