প্রকাশিত: / বার পড়া হয়েছে
হজ এজেন্সী এসোসিয়েশন অফ বাংলাদেশ (হাব), নির্বাচনে সৈয়দ গোলাম সারোয়ারের নেতৃত্বাধীন "হাব ঐক্য কল্যান পরিষদ" বিপুল ভোটে জয় লাভ করে।
কেন্দ্রীয় কমিটির ২৪টি পদে (ঢাকা অঞ্চলে ২১টি ও চট্টগ্রামে ৩টি) এবং ঢাকা আঞ্চলিক কমিটির ১৩টি পদে ৭০১ জন হাব সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
(২২ ফেব্রুয়ারী) শনিবার সকাল ৯টা থেকে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে এই ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ শেষে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) দ্বি-বার্ষিক নির্বাচনের ফল প্রকাশ করা হয়।
ঘোষিত ফলাফলে প্যানেল প্রধান সৈয়দ গোলাম সারোয়ার -৩০১ ভোটয, তার নিকট তম প্রতিদ্বন্ধি “হাব ঐক্য ফোরাম” এর-ফারুক আহমেদ সরদার ২৩০ ভোট পান।
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর স্বতস্ফুর্ত ভাবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে হজ এজেন্সির মালিকেরা।
উল্লেখ্য নির্বাচনে তিনটি প্যানেল অংশ গ্রহন করে। ফারুক আহমেদ সরদার এর নেতৃত্বাধীন “হাব ঐক্য ফোরাম”, সৈয়দ গোলাম সারোয়ার নেতৃত্বাধীন হাব ঐক্য কল্যান পরিষদ এবং এম এ রশিদ শাহ সম্রাট নেতৃত্বাধীন হাব বৈষম্য বিরোধী গনতান্ত্রিক জোট।
বিজ্ঞাপন