প্রকাশিত: / বার পড়া হয়েছে
বলিউড পাড়ায় অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে। দাম্পত্য জীবনে দীর্ঘ ৩৭ বছরের পথচলা গোবিন্দ ও সুনীতা আহুজার।
দীর্ঘ সময় একে অপরের পাশে ঢাল হয়ে থেকেছেন তারা। কিন্তু, এখন নাকি তারা আর এক ঘরে থাকেন না এমনটিই অভিযোগ স্ত্রী সুনীতার। শোনা যাচ্ছে, পুরোপুরি ভাঙতে চলেছে গোবিন্দ-সুনীতার সংসার!
এবার এ বিষয়ে মুখ খুললেন তাদের আইনজীবী ললিত বিন্দাল। তিনি জানান, সুনীতা মাস ছয়েক আগে বিচ্ছেদ চেয়ে আবেদন জানিয়েছিলেন।
আইনজীবীর কথায়, ‘আসলে দম্পতিদের মধ্যে এমনটা হয়েই থাকে। যদিও নতুন বছরে আমরা সবাই নেপালের পশুপতিনাথ মন্দিরে যাই। তাদের মধ্যে এখন সব ঠিকঠাক আছে। তারা একসঙ্গে ছিলেন আর থাকবেন।’
সুনীতার ম্যানেজারও তাদের বিবাহবিচ্ছেদের খবর উড়িয়ে দিয়েছেন। গোবিন্দ নিজেও জানান, আপাতত তার কিছু ব্যবসার কাজ রয়েছে। আগামী দিনে একটি ছবির কাজেও ব্যস্ত থাকবেন তিনি। তাই অন্য কোনও দিকে নাকি মন দেয়ার সময় নেই তার।
৯০ দশকের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় ছিলেন গোবিন্দ। তার কমেডি, রোম্যান্স এবং নাচের অসাধারণ দক্ষতায় বলিউডের সেরার কাতারে জায়গা করে নিয়েছিলেন তিনি।