Wednesday, 16 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

গোসাইরহাটে গণ অধিকার পরিষদ নেতার ওপর হামলার অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: / বার পড়া হয়েছে


আহত নজরুল ইসলাম

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক নজরুল ইসলাম সহ ৩ জনের ওপর হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (৩ মার্চ) বিকালে গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে রবিবার রাতে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে আহতরা গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী ও অভিযোগসূত্রে জানা গেছে, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের আবু তালেব মৃধার ভাইয়ের দুই টি গরু সম্প্রতি চুরি হয়। এনিয়ে বরিবার রাতে আবু তালেব মৃধার বাড়িতে গোসাইরহাট উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক নজরুল ইসলাম কথা বলছিলেন। এসময় স্থানীয় জসিম মুতাইতের নেতৃত্বে ১৮ থেকে ২০ জনের একটি দল আবু তালেব মৃধার বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও লুটপাট করে। এসময় আবু তালেব মৃধা ও নজরুলকে বাঁচাতে এসে প্রতিবেশী নুরু গাজীও আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আবু তালেব মৃধা বাদী হয় গোসাইরহাট থানায় একটি অভিযোগ করেছেন।

এব্যাপারে গোসাইরহাট উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক নজরুল ইসলাম বলেন, সম্প্রতি আমাদের এলাকার আবু তালেব মৃধার ভাইয়ের দুইটি গরু চুরি হয়। এ বিষয়ে আবু তালেব মৃধা কথা বলায় তার ওপর হামলা করে জসিম মুতাইত ও তার বাহিনী। আমি বাঁধা দেয়ায় আমার ওপরও হামলা চালায়। এসময় আমাদের বাঁচাতে এসে প্রতিবেশী নুরু গাজী আহত হয়। 

অভিযোগকারী আবু তালেব মৃধা বলেন, আমার ভাইয়ের গরু চুরির বিষয়ে কথা বলায় আমাদের বাড়ি ঘরে হামলা করে জসিম মুতাইত বাহিনী। হামলা ও লুটপাট করে আমা দের নগদ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় তারা। এতে বাঁধা দেয়ায় নজরুল ও নরু গাজীও আহত হয়। বর্তমানে আমরা হাসপাতালে ভর্তি। আমরা এর বিচার চাই।

অপরদিকে, অভিযুক্তদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায় নি। 

এব্যাপারে গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত